বেগমপুর প্রতিনিধি: দোকান বাকির টাকা দেয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে ঘরের মধ্যে আটকে পাওনাদার আবুল কালামকে বেদম পিটিয়ে জখম করেছে দেনাদার দামুড়হুদা লোকনাথপুর গ্রামের নজরুল ইসলাম। গলায় হেঁসো ধরে প্রাণনাশের হুমকি দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছে শাদা স্ট্যাম্পে। এ ঘটনায় কালাম আদালতে করেছে মামালা। উল্টো শাদা স্ট্যাম্পে স্বাক্ষর আছে বলে ভয় দেখিয়ে দেনাদার নজরুল দিচ্ছে নানান হুমকিধামকি।
অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে টিনব্যবসায়ী আবুল কালামের নিকট থেকে দু বছর আগে ২৬ হাজার টাকার টিন বাকি নেয় একই গ্রামের ফকির চাঁদের ছেলে নজরুল ইসলাম। বর্তমানে নজরুল বসবাস করে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে। পাওনা টাকার জন্য কালাম ধরনা দিতে থাকে নজরুলের নিকট। গত শনিবার সকাল ১০টার দিকে নজরুল বাকি টাকা দেয়া হবে বলে মোবাইলফোনে কালামকে লোকনাথপুরে আসতে বলে। কালাম লোকনাথপুরে নজরুলে বাড়িতে গেলে তাকে টাকা দেয়ার কথা বলে ঘরের মধ্যে ডাকে। সে ঘরের মধ্যে গেলে তাকে বেঁধে ফেলে নজরুল ও তার দু ছেলে আকুল এবং ইমন কালামকে বেদম মরপিট করে জখম করে। একপর্যায় শাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে কালামকে ছেড়ে দেয়। পরের দিন রোববার কালাম ঘটনার বিবরণ দিয়ে চুয়াডাঙ্গা আদালতে মামলা করেন। মামলা করার পর থেকে নজরুল শাদা স্ট্যাম্পে স্বাক্ষর আছে এই ভয় দেখিয়ে বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছে কালামকে। এ বিষয়ে অভিযুক্ত নজরুলের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।