দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ শিউলী (৪০) নামের এক মহিলা চোরাকারবারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই তোবারেক আলী আ.ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ ওই মহিলা চোরচালানীকে আটক করেন। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত ফেনসিডিলগুলো ওই মহিলা তার শরীরে অভিনব কায়দায় রেখে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।