জীবননগর ব্যুরো: রাতে বাড়ি ফেরার পথে ভিক্ষুককে মোটরসাইকেযোগে তুলে নিয়ে গিয়ে তার সর্বস্ব লুটে নেয়া হয়েছে। ৩টি মোটরসাইকেলযোগে ৫ যুবক এসে ভিক্ষুক শুকুর আলীকে (৪৮) তুলে কবরস্থানের মধ্যে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার নিকট থাকা ১০০ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। গত বুধবার দিনগর রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারী যুবকরা ভুল করে তাকে তুলে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জীবননগর শহরের শাপলাকলিপাড়ার বাসিন্দা ভিক্ষুক শুকুর আলী অভিযোগ করে বলেন, রাত ৮টার দিকে তিনি শাপলা প্লাজার ভেতর দিয়ে বাড়ি ফিরছিলেন। শাপলাকলিগামী রাস্তায় ওঠার পর ৩টি মোটরসাইকেলে ৫ যুবক এসে তার গতিরোধ করে এবং জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে কবরস্থানে নিয়ে যায়। এ সময় তিনি ভিক্ষা করেন জানিয়ে তাকে ছেড়ে দেয়ার জন্য যুবকদের নিকট আকুতি জানান। যুবকরা ভিক্ষুকের কথায় মজা করার জায়গা পাচ্ছো না বলে রহস্য করে জীবননগর কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে নিয়ে যায় এবং তার পকেট তল্লাশি করে ১০০ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।