স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের নামে কেউ সন্ত্রাস করলে, বিশৃঙ্খলা করলে তাদের পুলিশে ধরিয়ে দিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল বৃহস্পতিবার গণভবনে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রলীগের সভাপতি একেএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এ সময় তিনি ক্নিন অ্যান্ড সেইফ ক্যাম্পাস নামে একটি কর্মসূচি ঘোষণা করেন। সংগঠনের বদনাম হয় এমন কিছু না করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন, ছাত্রলীগের বদনাম হয় এমন কোনো কাজ ছাত্রলীগের কোনো কর্মী করবেন না। ছাত্রলীগের নামে কেউ সন্ত্রাস করলে, বিশৃঙ্খলা করলে তাদের আপনারা পুলিশে ধরিয়ে দেবেন। ছাত্রলীগ একটি আদর্শের সংগঠন এ কথা উল্লেখ করে জয় বলেন, ছাত্রলীগের নেতৃত্বে দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদ ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে এটাই আমরা আশা করি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে ছাত্রলীগ সেগুলো সাধারণ মানুষের কাছে সুষ্পষ্টভাবে তুলে ধরবে এটাই আমি আশা করি। শেখ হাসিনার সরকার ছাড়া দেশের এসব উন্নয়ন সম্ভব হতো না এটা সাধারণ মানুষকে বোঝাতে হবে।