আলমডাঙ্গার রংপুরে সরকারি জমির ওপর পাকা গোডাউন নির্মাণের অভিযোগ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার রংপুর গ্রামের রাস্তার পাশে সরকারি ৫ শতক জমির ওপর প্রভাব দেখিয়ে পাকা গোডাউন নির্মাণের অভিযোগ উঠেছে। গ্রামের ইসলাম জোরপূর্বক গোডাউন নির্মাণ করছেন।

জানা গেছে, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের রংপুর গ্রামের মৃত কায়েম আলীর বিশ্বাসের ছেলে ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে নতুন মসজিদ সংলগ্ন ৫শত সরকারি জমির ওপর প্রভাব দেখিয়ে পাকা গোডাউন নির্মাণ করছেন। গ্রামবাসী অভিযোগ, জমিটির ওপর গ্রামের ধর্মীয় অনুষ্ঠানসহ গ্রাম্য সালিস ও গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করে। গত কয়েকদিন আগে ইসলাম বিশ্বাস জমিটির ওপর পাকা গোডাউন নির্মাণ করে জমিটি বেদখল করেন। সংবাদ পেয়ে গোকুলখালী ভূমি অফিসের কর্মকর্তারা নির্মাণ কাজ বন্ধ করে দেন। কিন্তু আবারো গোডাউন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গ্রামবাসী সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।