দূরপাল্লার রাডারের সফল পরীক্ষা করল ইরান

 

মাথাভাঙ্গা মনিটর: ইরান দীর্ঘ পাল্লার সেপেয়ার রাডার ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এ রাডার ব্যবস্থা দু হাজার ৫শ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যের যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। গত মঙ্গলবার এ রাডার ব্যবস্থার প্রথম পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়। পরে এ নতুন এ রাডার ব্যবস্থাকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা হয়। ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি এ সময়ে উপস্থিত ছিলেন। ডেপুটি কমান্ডার এবং এ ঘাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম জানান, এই প্রথম নয়া রাডার ব্যবস্থা থেকে পাওয়া তথ্য ইরানের রাডার প্রতিরক্ষা ব্যবস্থার কাজে লাগানো গেছে। রাডার ফাঁকি দিতে সক্ষম এ রকম লক্ষ্যবস্তুসহ ব্যালাস্টিক, সেমি ব্যালাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ণয় করতে পারে নতুন এ রাডার ব্যবস্থা। শাহরাম বলেন, ইরানের সীমান্তের বাইরে অনেক দূরে অবস্থিত সম্ভাব্য হুমকিও শনাক্ত করতে পারে এ ব্যবস্থা। গত কয়েক বছরে ইরান নতুন নতুন রাডার ব্যবস্থা নির্মাণ এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলো ব্যবহারও করেছে বলে জানান তিনি।