আলমডাঙ্গা ব্যুরো: দিনদুপুরে আলমডাঙ্গা স্টেশনের নিকটবর্তী একটি মেহগনি গাছ কেটে নেয়া হয়েছে। গত সোমবার রেলওয়ের আলমডাঙ্গা স্টেশনমাস্টার ওই মেহগনি গাছ শ্রমিক দিয়ে কেটে নেন বলে অভিযোগ উঠেছে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটি মেহগনি গাছ গত সোমবার দিনদুপুরে কেটে নেয়া হচ্ছিলো। কোনো ধরনের টেন্ডার বা কোটেশন ছাড়াই গাছটি কেটে নেয়া হয়েছে। উপস্থিত জনতা রেলওয়ের মূল্যবান গাছ কেটে নেয়ার কারণ জানতে চাইলে ভবিষ্যতে সেখানে স্টেশনের বিল্ডিং হবে বলে স্টেশন মাস্টার তাদেরকে জানিয়েছে দাবি করেন। তবে এ ব্যাপারে কথা বলতে মোবাইলফোনে স্টেশন মাস্টারের সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তিনি মোবাইলফোন রিসিভ করেন নি।
এদিকে অবৈধভাবে মেহগনি গাছ কেটে নেয়া সম্পর্কে চুয়াডাঙ্গা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী জমির উদ্দীনের নিকট মোবাইলফোনে জানতে চাইলে তিনি জানান, এডিবির তাড়া ছিলো জায়গাটা দ্রুত খালি করে দিতে। সেখানে সুইচ কেবিনসহ কোটি টাকার কাজ হবে।