জীবননগর ব্যুরো: জীবননগর হাসাদাহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার বৈদ্যনাথপুরের একটি চাতালে অনুষ্ঠিত হয়। সম্মেলনে গ্রুপিং স্পষ্ট আকার ধারণ করলে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস কমিটি ঘোষণা স্থগিত করে চলে যান। এ সময় একটি গ্রুপের নেতাকর্মীরা সম্মেলনে কমিটির নাম ঘোষণা দেয়ার জন্য হইচই শুরু করে এবং একপর্যায়ে ডায়াস ও মাইক্রোফোন ভাঙচুর করে। এ সময় গ্রুপিংরত নেতাকর্মীদের তোপের মুখে নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
জানা গেছে, জীবননগর উপজেলা হাসাদহ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল বিকেলে বৈদ্যনাথপুর চাতালে অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইইনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, যুগ্মআহ্বায়ক মুজিবুল হক মালিক মজু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য অ্যাড. মানিক খন্দকার, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সীমান্ত বিএনপির সভাপতি শাহজাহান আলী, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনাসভায় প্রধান অতিথি তার বক্তব্যে দাওয়াতপত্রের ত্রুটির কথা বলে সম্মেলনে কমিটি ঘোষণা স্থগিত করলে উপস্থিত নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা উপস্থিত নেতাদের কমিটির নাম ঘোষণা করতে হট্টগোলের সৃষ্টি করে। উত্তেজিত কর্মীরা এ সময় মাইক্রোফোন কেড়ে নিয়ে নেতাদের ওপর চড়াও হয়। উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ঘটনাস্থল ত্যাগ করেন।