জীবননগর রাজাপুর সীমান্তে বিএসএফ’র নির্যাতনের শিকার কনটেক মিলের শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে বিএসএফ’র হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশি যুবক হযরত আলী (৩২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার সকালে সীমান্তের মানিকপুর মাঠের কলাবাগানে পাতা কাটতে গিয়ে ভারতের ১৭৩ ব্যাটালিয়নের গেদে আমবাগান ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করেন।

হাসপাতালে চিকিৎসাধীন যুবক হযরত আলী জানান, উপজেলার মানিকপুর গ্রামের দাউদ আলীর ছেলে হযরত আলী দেহাটির কনটেক মিলের একজন নিয়মিত শ্রমিকের কাজ করেন। গতকাল সকালে মানিকপুর সীমান্তে কলাবাগানে পাতা কাটতে যান। কলাগাছের পাতাকাটার সময় ভারতের গেদে আমবাগান ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে অমানুষিক নির্যাতন চালায়। এ সময় নির্যাতনের শিকার হযরত আলী আহত হয়ে পড়লে বিএসএফ সদস্যরা তাকে ফেলে রেখে চলে যান। পার্শ্ববর্তী ক্ষেতে কর্মরত কৃষকরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।