গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ মোটরসাইকেল মালিকের কাছ থেকে ৭ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনিবন্ধিত, ড্রাইভিং লাইসেন্সবিহীনসহ বিভিন্ন অপরাধে ওই জরিমানা আদায় করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে বাঁশবাড়িয়ায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেশব্যাপি মহাসড়কে সকল প্রকার যানবাহনের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।