১৯ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

চুয়াডাঙ্গায় মোটরযান অভিযানের দ্বিতীয় দিনে ৩৩টির বিরুদ্ধে ব্যবস্থা

 

মারুফ কাজল: প্রশাসন ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহায়তায় অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযানের দ্বিতীয় দিনে গতকাল চুয়াডাঙ্গায় ৩৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১৯ হাজার ৩শ টাকা। চুয়াডাঙ্গার ভিমরুল্লা-ফকিরপাড়া মোড়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ও ফিটনেসবিহীন ১০০টি যানের বিরুদ্ধে অভিযান চলে। অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। এ সময় ৩৩টি গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা জানান, ‘মোটরযান আইন ১৯৮৩ লঙ্ঘন করে মহাসড়কে মোটরযান চালানোর অপরাধে দোষী সাব্যস্ত করে জরিমানা-দণ্ডাদেশ দেয়া হয়েছে।’ জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় অপরাধীদের মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালত। প্রসিকিউশনে ছিলেন চুয়াডাঙ্গা বিআরটিএ’র ইন্সপেক্টর ফয়েজ আহমেদ। সহযোগিতায় ছিলো চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ফোর্স।