সুন্দরবনে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধানসহ দু বনদস্যু নিহত

 

স্টাফ রিপোর্টার: সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু দারোগা বাহিনীর প্রধানসহ দু দস্যু নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ফরেস্ট ক্যাম্প সংলগ্ন গহীন অরণ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) সদস্যদের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় বনদস্যুদের ব্যবহৃত ১৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার হয়েছে। নিহতরা হলেন- বনদস্যু বাহিনীর প্রধান এমাদুল হাওলাদার ওরফে দারোগা (৩৪) ও তার ঘনিষ্ঠ সহযোগী বনদস্যু সাইফুল (২৪)। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইঙের উপপরিচালক মেজর রুম্মন মাহমুদ বলেন, গতকাল মঙ্গলবার সকালে র‌্যাব-৮’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেজ্ঞের আন্দারমানিক ফরেস্ট ক্যাম্প সংলগ্ন গহীন অভিযান চালান। বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার জন্য  র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে গেলে দুজনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা ওই দুই বনদস্যকে এনামুল হাওলাদার ওরফে দারোগা ও তার সহযোগী সাইফুল বলে শনাক্ত করেন। এ সময় একটি বিদেশি শ্যুটারগান, তিনটি এসবিবিএল, একটি কাটারাইফেল, তিনটি এলজি, পাঁচটি পাইপগান, দেশি অস্ত্রসহ ১৬৫ রাউন্ড দেশি বিদেশি গুলি উদ্ধার করা হয়।

Leave a comment