সাবেক এমপি সহিদুল ইসলাস বিশ্বাসের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বিশ্বাসের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপি ও মরহুমের পরিবারের যৌথ আয়োজন করে। জেলা বিএনপি আহ্বায়ক কেন্দ্রী কার্যনির্বাহী কমিটির সদস্য মরহুমের সহদর মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে স্মৃতিচরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির সদস্য সরদার আলী হোসেন, সাবেক সংসদ সদস্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী মাসুদ জোয়ার্দ্দার বাবু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রউফুন নাহার রীনা, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আবু আলা সামছুজ্জামান, রবিউল ইসলাম বাবলু, এমদাদুল হক ডাবু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঙ্গল, দামুড়হুদা উপজেলা বিএনপি সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি মোস্তফা কামাল কাসেমী। প্রেসবিজ্ঞপ্তি।