সাকিবের আইপিএলের দরজা খোলার ইঙ্গিত

স্টাফ রিপোর্টার: সুখবর পেতে পারেন প্রত্যাবর্তনের সিরিজে দুর্দান্ত খেলা সাকিব আল হাসান। আপিল করা হলে বিদেশের টুর্নামেন্টে খেলতে যাওয়ার বিষয়ে দেশের সেরা ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সভা থেকে দেশে ফিরে বিসিবি প্রধান নাজমুল হাসান সংবাদিকদের জানান, বোর্ড সাকিবের আচরণে সন্তুষ্ট। সাকিব আবেদন করলে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে।
সাকিব বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। মৌখিকভাবে ও আমাকে বলেছিলো, আন্তর্জাতিক ব্যাপারটায় (দেশের বাইরের প্রতিযোগিতায়) ছাড় পেতে একটা চিঠি দিতে চায়। আমি ওকে বলেছিলাম, খেলার ওপর সবকিছু নির্ভর করবে। দুই ম্যাচে যা খেলেছে, তাতে এখন আবেদন করলে, না করাটা খুব কঠিন হবে। গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এ সময় আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দেয় তারা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টেস্টে অসাধারণ খেলা সাকিবের ওপর বোর্ড এখন সন্তুষ্ট। আমি দেখেছি, ওর কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং মাঠেও তা প্রতিফলিত হচ্ছে। ওকে ছাড় দেয়া যেতে পারে। তবে বোর্ডে বসেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। পরে বর্তমান সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডারের শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ১৫ সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় তারা। তবে দেশের বাইরের টুর্নামেন্টে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকেই যায়।
ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল ও ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে না পারা সাকিব জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন। প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নেয়ার পাশাপাশি একটি শতকসহ ১৬৩ রান করেন তিনি। খুলনা টেস্টে শতক ও ১০ উইকেট নিয়ে ইয়ান বোথাম ও ইমরান খানের পাশে বসেন সাকিব। এই তিনজনেরই একই টেস্টে শতক ও ১০ উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে।

Leave a comment