দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১২ থেকে ১৫ বছর বয়সী বালিকাদের ১৫ দিনব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিরতণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সহকারী শিক্ষক আবুল কালাম, প্রশিক্ষক মিরাজুল ইসলাম, ইউসুফ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় বালিকাদের ১৫ দিনব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী
