কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

স্টাফ রিপোর্টার: মানহানি মামলায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীরউত্তম) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ মামলায় আদালতে হাজিরা না দেয়ায় মঙ্গলবার বিকেলে কাদের সিদ্দিকীর জামিন বাতিল করে ঢাকার অতিরিক্ত সিএমএম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। গ্রেফতারি সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয় এ মন্তব্যের জন্য রুহুল আমীন মজুমদার নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৯ ফেব্রুয়ারি আদাতলে মামলা করলে আদালত সমন জারি করেন। মামলায় অভিযোগ করা হয়, কাদের ‍সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তিনি রাজাকার হয়ে যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে করছেন? কাদের ‍সিদ্দিকীর ওই বক্তব্যে বাদীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয়।

পরে এ মামলায় কাদের সিদ্দিকী জামিন নেন। মামলাটি বদলী হয়ে আলী মাসুদ শেখের আদালতে আসে। এর পর ১৪টি তারিখ দিলেও তিনি আদালতে হাজির হননি। ফলে মঙ্গলবার তার জামিন বাতিল ও গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালতে উপস্থিত না হওয়ার কারণ জানাতে নির্দেশ দেয়া হয়।

Leave a comment