স্থপতি মাইনুল হোসেন আর নেই

 

স্টাফ রিপোর্টার: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। গতকাল সোমবার বেলা ২টা ৫৫ মিনিটে সোহরাওয়ার্র্দী হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা শোক প্রকাশ করেছেন। পারিবারিকসূত্রে জানা গেছে, স্থপতি মাইনুল হোসেনের লাশ হিমঘরে রাখা হবে। প্রবাসে থাকা বোন ও মেয়ে দেশে ফেরার পর লাশ দাফন করা হবে। ১৯৫২ সালের ৫ মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ীর দামপাড়া গ্রামে জন্মগ্রহণ করে মাইনুল হোসেন। তার বাবা মুজিবুল হক ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষক ছিলেন। ১৯৭০ সালে তিনি ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগে। ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের স্মৃতি ধরে রাখার জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এরপর নকশা আহ্বান করা হয়। তখন ২৬ বছরের তরুণ স্থপতি মাইনুল স্মৃতিসৌধের নকশা জমা দেন। মোট ৫৭ জন প্রতিযোগী স্মৃতিসৌধের ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তার মধ্যে স্থপতি মাইনুল হোসেনের ডিজাইনটি শ্রেষ্ঠ বিবেচিত হয়। ১৯৭৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সৈয়দ মাইনুল হোসেন ৩৮টি বড় বড় স্থাপনার নকশা করেন। এরপর অবসর জীবনে অনেকটা নিভৃতে জীবনযাপন করছিলেন তিনি।