ঝিনাইদহের সাহেবনগরে ৫ বছর ধরে ২৩ কেজি ওজনের শিকল পরে আছে পাগলা মফিজ

 

গিয়াস উদ্দীন সেতু: ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত চাঁদ আলী ব্যাপারীর ছেলে মফিজ উদ্দীন মফিজ পাগলা (৮৫)। তাকে শিকল শাহ নামেই সবাই চেনে। তিনি দিন রাত প্রায় ২৩ কেজি ওজনের শিকল পরে থাকেন।

জানা গেছে, পীর সলেমান শাহ’র ভক্ত মফিজ। আস্তানায় গিয়ে কথা হলো শিকল শাহ মফিজ পাগলার সাথে। তিনি জানালেন, তার গুরু পাগলা বাবার নির্দেশে সকল রাহু শক্তির হাত থেকে মুক্ত পাওয়ার জন্য ৫ বছর যাবত এ ২৩ কেজি ওজনের শিকল পরে আছি। এতে তার প্রথম দিকে একটু অসুবিধা হলেও এখন তার কোনো অসুবিধা হয় না। কবে এই শিকল খুলবেন? এ প্রশ্ন করলে তিনি জানান, গুরু যে দিন নির্দেশ দেবেন সে দিনই এ শিকল খুলবো। প্রতি বছর চৈত্র মাসের ১৩ তারিখে শিকল বাবার আস্তানায় ওরশ বসে এবং বিভিন্ন গ্রাম থেকে ভক্ত অনুরাগীরা এ মজমায় আসেন। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় এ আস্তানায় তিনি প্রার্থনা করেন। তিনি কখনো মসজিদে যান না। তার আস্তানা থেকে কারও কখনো তাবিজকবচ বা তদবির দেয়া হয় না। তিনি শুধু তার ভক্তদের দোয়া করে দেন তাতেই তাদের সার্বিক মঙ্গল হয় বলে জানালেন তার ভক্ত অনুরাগীরা। গ্রামের অনেকের মাঝে তার এ জীবন নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া, অনেকে মনে করেন এটা নিতান্তই তার মনগড়া মতবাদ। এতে ধর্মীয় কিছু রীতিনীতি লঙ্ঘন করা হয়। তার এক স্ত্রীকে ঘরের দরজায় কবর দিয়েছেন। এটাও তার গুরুর নির্দেশে করেছেন বলে জানান।

Leave a comment