ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

পুলিশের ১৮ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ

 

শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার ৬ নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে ১৮ রাউন্ড শটগানের গুলি ও ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের ছোড়া গুলিতে উভয় গ্রুপের ৫ ব্যক্তি আহত হন।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ৬ নং সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মাহমুমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কাইসার টিপুর মধ্যে বিরোধ চলে আসছে। গত শনিবার কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মামুন সমর্থিত প্যানেল পরাজিত হলে এলাকায় উত্তেজনা দেখা যায়। এরই সূত্রে ধরে গতকাল সোমবার সন্ধ্যায় উভয়গ্রুপ দেশীয় তৈরি ঢাল, ফালা, রামদা, সড়কি, বল্লভ নিয়ে কাতলাগাড়ি বাজারে অবস্থান নেয় এবং উভয়গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে ১৮ রাউন্ড শটগানের গুলি ও ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের ছোড়া গুলিতে উভয়গ্রুপের ৫ ব্যক্তি আহত হন। আহতরা গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নেয় বলে জানা যায়।

শৈলকুপা থানার ওসি ছগির মিঞা জানান, গতকাল সোমবার বিকেলে ৬ নং সারুটিয়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮ রাউন্ড শটগানের গুলি ও ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।