স্টাফ রিপোর্টার: বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইনসচিব ও সংসদ কার্যালয়ের সচিবকে দু সপ্তার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। একই সাথে আগামী ২৬ নভেম্বর এ মামলার পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন আদালত। গত ৫ নভেম্বর নয় আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট আবেদন করেন। আদালতেও বাদীপক্ষে তিনিই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, একটি রিট মামলার রায়ে সুপ্রিমকোর্ট মার্শাল ল অর্ডিন্যান্স বাতিল করলেও সংবিধানের ৯৬ অনুচ্ছেদের বিচারক অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের বিধান সংরক্ষণ করা হয়েছে। পুনঃমুদ্রিত সংবিধানে তা অন্তর্ভুক্তও করা হয়। কিন্তু হঠাৎ করে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন ২০১৪ পাস হয় এবং গত ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।