বেনাপোলে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার

স্টাফ রিপোর্টার: বেনাপোলের বাহাদুরপুর সড়ক থেকে রবিবার সন্ধায় চার কোটি টাকার হেরোইনসহ শরীফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবির কমান্ডিং অফিকার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে বাহাদুরপুর সড়কের হামিদ ফার্নিচার নামে একটি দোকানে অভিযান চালিয়ে একটি কাঠের বক্স খাটের ভেতর অভিনব কৌশলে রাখা ৩৫ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় দোকানে থাকা কর্মচারী শরীফকে (১৮) আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলী হোসেনের ছেলে। এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে ফার্নিচার দোকানের মালিক আব্দুল হামিদ পালিয়ে গেছে। উদ্ধারকৃত হেরোইন ও আটক শরীফকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপোরে থানায় মাদকদ্রব্য আইনে একটি হয়েছে।

Leave a comment