মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেইনের সঙ্কটকে ঘিরে পূর্ব-পশ্চিমের উত্তেজনা বিশ্বকে নতুন স্নায়ুযুদ্ধের হুমকির দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ। বার্লিন পাঁচিল পতনের ২৫তম বার্ষিকী উপলক্ষে আগের দিন শনিবার বার্লিনের ব্রানডেনবুর্গ গেটে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এ কথা বলেন গর্বাচেভ। ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন পাঁচিলের পতনের মধ্যদিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলন ঘটে। বার্লিন পাঁচিল পতন এখন স্নায়ুযুদ্ধের অবসানের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত শিবিরে বিভক্ত হয়ে পড়েছিলো প্রায় পুরো বিশ্ব। সেই সময় এ দু শিবিরের মধ্যে শুরু হয় সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শিবির ও সোভিয়েত নেতৃত্বাধীন পূর্ব শিবিরের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করতে থাকে।