প্রকাশ্য চুম্বনে তসলিমার সম্মতি

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের নানা প্রান্তে ভালোবাসার চুম্বন আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে। কোলকাতার পর  গত শনিবার দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের কার্যালয়ের সামনে নীতিপুলিশির প্রতিবাদে তরুণ-তরুণীরা প্রকাশ্যে চুম্বন করেছেন একে অপরকে। এ ভালোবাসার চুম্বন আন্দোলন নিয়ে মতামত জানিয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এ আন্দোলনকে সমর্থন জানিয়ে তসলিমা তার টুইটারে লিখেছেন, গালাগালি করা, হয়রানি, নির্যাতন, এগুলোই হলো অশালীন। ভালোবাসা, চুম্বন ও প্রেম করা কোনোভাবেই অশালীন নয়। আপনার প্রিয় মানুষকে চুম্বন করুন ঘরে ও বাইরে। মানুষকে ভালোবাসুন। মানুষকে ঘৃণা করার থেকে এটা অনেক ভালো। তসলিমার মতে, শুধু ঘরেই কেন চুম্বন করতে হবে। নির্জন অরণ্যে, বা শান্ত সমুদ্র সৈকতের নিচে স্নিগ্ধ চাঁদের অলোয় প্রকাশ্যে চুম্বন করুন। তসলিমা তার আরেকটি টুইটে বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার নিয়ে পাকিস্তানের সমালোচনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, পাকিস্তান নিজামীদের মাধ্যমে ৩ মিলিয়ন মানুষকে হত্যা করেছে, দু লাখ নারীকে ধর্ষণ করেছে। পাকিস্তানের কতো বড় দুঃসাহস যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে!

Leave a comment