নাটকীয় জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

মাথাভাঙ্গা মনিটর: তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মোটামুটি সংগ্রহ তাড়া করতে ম্যাচটা কঠিনই করে ফেলেছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাচের শেষ দিকের নাটকীয়তায় ২ উইকেটে জিতে সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিকরা। প্রথম টি-টোয়েন্টিতে হারার পর পরের দুটি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিডনিতে রোববার টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে এক বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল ৩ উইকেট। ওয়েইন পারনেলের করা ১৯তম ওভার থেকে ক্যামেরন হোয়াইট ও শন অ্যাবট ৭ রান তুলে নিলে জয়ের কাছে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৩ রানের লক্ষ্য নিয়ে শেষ ওভার শুরু করে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবটের প্রথম বলে ১ রান নেন হোয়াইট। দ্বিতীয় বলে কোনো রান নিতে পারেননি অস্ট্রেলিয়ার অ্যাবট। তৃতীয় বলে আউট হয়ে ফেরেন ৮ বলে ৫ রান করা এই ব্যাটসম্যান।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখন ৩ বলে প্রয়োজন ২ রান। উইকেটে নতুন আসা ক্যামেরন বয়েস ওভারের চতুর্থ বলে ১ রান নেন। রবিন পিটারসেনের থ্রোটা স্ট্যাম্পে লাগলে হোয়াইট আউটও হয়ে যেতে পারতেন। শেষ পর্যন্ত তা আর হয়নি। নাটকের অবসান ঘটিয়ে পঞ্চম বলে প্রয়োজনীয় ১ রান তুলে নেন ৩১ বলে ৪১ রান করা হোয়াইট। ৪টি চার ও ১টি ছয়ে সাজানো ঠাণ্ডা মাথার এই ইনিংসটির জন্য ম্যাচ সেরার পুরস্কারও পান হোয়াইট। এর আগে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও বেন ডাঙ্ক। ১টি ছয়ে ৮ বলে ১৪ রান করেন ডাঙ্ক। ২৫ বলে ৩৩ রান করে ফিঞ্চ আউট হলে ভাঙে অস্ট্রেলিয়ার ৪০ রানের উদ্বোধনী জুটি। এছাড়া অস্ট্রেলিয়ার ইনিংসে বলার মতো রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৫ বলে ২৩ রানের ইনিংসটি তিনি সাজান দুটি চার ও ১টি ছয়ে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নেন ডেভিড ওয়াইজ ও পিটারসেন। কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিক্সের কল্যাণে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকাও। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে ৮.৪ ওভারে এনে দেন ৭৫ রান। ২৭ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৪৮ রান করে ডি কক আউট হলে এই জুটি ভাঙে। এরপরই রান তোলার গতি কমে যায় দক্ষিণ আফ্রিকার। রিলে রুশো ৪ রান করে আউট হন। এরপর চলে যান ৪৯ রান করা হেনড্রিক্সও। ৪৮ বলের ইনিংসটি ৫টি চারে সাজান তিনি। এরপর ডেভিড মিলারের কল্যাণে লড়াই করার মতো রান করতে পারে দক্ষিণ আফ্রিকা। ২৬ বলে ৩টি চারে ৩৪ রান করেন মিলার। অস্ট্রেলিয়ার পক্ষে ২৮ রানে ৩ উইকেট নেন জেমস ফকনার। ডগ বোলিঞ্জার, বয়েস ও প্যাট কামিন্স একটি করে উইকেট নেন।

Leave a comment