দামুড়হুদার সীমান্ত ঘেঁষা গ্রাম কামারপাড়ার গরুব্যবসায়ী জাকির নিখোঁজ

বিএসএফ’র গুলিতে জাকিরের মৃত্যুর গুঞ্জন : পরিবারের কান্নার রোল

 

দর্শনা অফিস: দামুড়হুদার সীমান্ত ঘেঁষা গ্রাম কামারপাড়া। প্রায় কামারপাড়ার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটে থাকে। গ্রামের গরুব্যবসায়ী জাকির নিখোঁজ হওয়ায় ধারণা করা হচ্ছে বিএসএফ’র গুলিতে নিহত হতে পারে। বিজিবি-বিএসএফ’র পক্ষ থেকে নিহত কিংবা আটকের কোনো তথ্য পাওয়া যায়নি। দিনভর জাকিরকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে থামছে না কান্না। আসলে কি ঘটেছে জাকির ভাগ্যে তা এখনো অনিশ্চিত। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া পূর্বপাড়ার আব্দুর জোব্বার ছেলে দু সন্তানের জনক গরুব্যবসায়ী জাকিরের (৩০) পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রোববার ভোরে বাড়ি থেকে বের হয় জাকির। কেন কী কারণে জাকির কোথায় গেছে পরিবারের সদস্যরা নিশ্চিত বলতে পারেননি। তবে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, জাকির ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে হয়তো আটক কিংবা তাদের গুলিতে নিহত হতে পারে। এ গুঞ্জনে কান দিয়ে পরিবারের শুরু হয়েছে কান্নার রোল। এদিকে বিজিবি-বিএসএফ’র পক্ষ থেকে ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।