জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকব্যবসায়ীর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপর নেশাগ্রস্তকে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মাদকব্যবসায়ী মিনাজুল মণ্ডলকে (৪২) দু বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ও মাদকসেবী চন্টুকে (৪০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দু হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জির নেতৃত্বে একটি দল গতকাল জীবননগর পনরসতিপাড়ার ইউছুফ মণ্ডলের ছেলে মিনাজুলকে ২০ লিটার চোলাই মদসহ ও শাখারিয়া গ্রামের ভাটার ছেলে চন্টুকে মদ্যপ অবস্থায় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর ইউএনও নুরুল হাফিজ এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে হাসাদাহ বাজারের আমজাদ হোসেন ওরফে টেংরার ছেলে চিহ্নত মাদকব্যবসায়ী জামাল উদ্দিনের ফল ভাণ্ডারে অভিযান গেলে মাদকব্যবসায়ী জামাল দোকান ফেলে ভৌদোড় দেয় বলে জানা গেছে।