জীবননগরে দু মাদকব্যবসায়ীর কারাদণ্ডাদেশ : জামালের ভৌদোড়

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকব্যবসায়ীর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপর নেশাগ্রস্তকে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মাদকব্যবসায়ী মিনাজুল মণ্ডলকে (৪২) দু বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ও মাদকসেবী চন্টুকে (৪০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দু হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জির নেতৃত্বে একটি দল গতকাল জীবননগর পনরসতিপাড়ার ইউছুফ মণ্ডলের ছেলে মিনাজুলকে ২০ লিটার চোলাই মদসহ ও শাখারিয়া গ্রামের ভাটার ছেলে চন্টুকে মদ্যপ অবস্থায় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর ইউএনও নুরুল হাফিজ এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে হাসাদাহ বাজারের আমজাদ হোসেন ওরফে টেংরার ছেলে চি‎‎হ্নত মাদকব্যবসায়ী জামাল উদ্দিনের ফল ভাণ্ডারে অভিযান গেলে মাদকব্যবসায়ী জামাল দোকান ফেলে ভৌদোড় দেয় বলে জানা গেছে।

Leave a comment