রায়ের কপি কারাগারে পৌঁছানোর পরই ফাঁসি কার্যকর : আইনমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: রায়ের সংক্ষিপ্ত কপি কারাগারে পৌঁছানোর পরই জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া সংক্ষিপ্ত আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর আগ পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার সরকার আইনের প্রতিটি ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সম্পন্ন করছে। কামারুজ্জামানের বিচারের ক্ষেত্রেও একই ধারা অব্যাহত থাকবে। এর আগে দুপুরে সুপ্রিমকোর্ট মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের সময়সীমা এখনো শেষ হয়নি। প্রকাশিত যে রায় আছে তার ওপরই আমাদের ব্যবস্থা নিতে হবে। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। ৩ নভেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

Leave a comment