মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে এগারটার দিকে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নবাগত ছাত্রীদের বরণ করা হয়। বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আ.ফ.ম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন ও পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। বক্তব্য রাখেন- সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আহসান আলী, প্রফেসর আব্দুর রাজ্জাক, ড. গাজী রহমান, প্রভাষক আব্দুর রাজ্জাক, শিক্ষার্থী হুমাইরা জান্নাত মিতুসহ শিক্ষক ও ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কলেজের প্রবীণ শিক্ষার্থীরা মিষ্টি মুখ করিয়ে ও হাতে রজনী গন্ধার স্টিক তুলে দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।

Leave a comment