মেহেরপুরে শব্দ সৈনিক বাবুয়া বোস ও কণ্ঠশিল্পী জমির উদ্দিন স্মরণসভা

 

মেহেরপুর অফিস: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মুক্তিযোদ্ধা প্রসেনজিৎ বোস বাবুয়া ও কণ্ঠশিল্পী শেখ জমির উদ্দিন স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি নুরুল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মিরু, ক্রীড়াবিদ কেএম ফজলুল করিম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন, সাংস্কৃতিককর্মী, শাশ্বত নিপ্পণ, সঙ্গীতশিল্পী আশরাফ মাহমুদ, কাকুয়া বোস, অভিজিৎ বোস, কঙ্কনা বোসসহ জেলার সাংস্কৃতিককর্মীরা স্মরণসভায় অংশগ্রহণ করেন। এর আগে প্রয়াত দু শিল্পীর আত্মার শান্তির কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শব্দ সৈনিক প্রসেনজিৎ বোস বাবুয়া ও কণ্ঠশিল্পী শেখ জমির উদ্দিনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।