ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধানের

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডারিকা মগারিনি। ইসরাইলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা পরিদর্শনকালে তিনি একথা বলেন। ফেডারিকা মগারিনি বলেন, আমাদের ফিলিস্তিন রাষ্ট্র প্রয়োজন- এটা আমাদের চূড়ান্ত লক্ষ্য। এ অবস্থান ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যের। গাজায় ইসরাইলি বর্বরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিশ্ববাসী আরেকটি গাজা যুদ্ধের ক্ষতি বহন করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান এমন সময় এ বক্তব্য দিলেন, যখন অধিকৃত পূর্ব জেরুজালেমে প্রায় প্রতিদিনই ইসরাইলি বাহিনী এবং সেটলারদের হামলার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। এছাড়া মুসলিমদের প্রথম কিবলা এবং তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ গুঁড়িয়ে দিয়ে ইসরাইলের টেম্পল মাউন্ট তৈরির নেয়া উদ্যোগের ফলে দখলদার ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে গত কয়েক সপ্তা ধরে সংঘর্ষ চলে আসছে।