দারিদ্র্য বিমোচন ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় ওয়েভের ভূমিকা অপরিসীম

দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের বছরব্যাপি রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর

 

দর্শনা অফিস: ২৫ বছরের পথা চলা ও আমাদের অঙ্গীকার এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ছটায় দর্শনা অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টার হলরুমে উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করনে ওয়েভ ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. কাজী খলীকুজ্জামান আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রেলপথ স্থায়ী কমিটির সদস্য হাজি আলী আজগর টগর বলেন, নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর সমঅধিকার আদায়ে ওয়েভ ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করেছে। ক্ষুদ্রঋণ, শিক্ষার আলো আলোকিত ও অবহেলিত মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছে। ওয়েভ ফাউন্ডেশন আমাদের গর্ব। আমরা ওয়েভ ফাউন্ডেশনের হাঁটি হাঁটি পথ চলা থেকে সাথে ছিলাম, আছি এবং থাকবো।

ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে পেয়েছিলাম আজকের এ স্বাধীনতা। দেশ স্বাধীন হয়েছে কিন্তু মুক্তি পায়নি। মানুষ তখনই মুক্তি পাবে যখন বঞ্চিত মানুষ পাবে তাদের সামাজিক ও মৌলিক অধিকার। বক্তব্য রাখেন- ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলী। ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার গোলাম বেনজির, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, পিকেএসএফ’র মহাব্যবস্থাপক মশিয়ার রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ইউপি চেয়ারম্যান ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক এসএম জাকারিয়া আলম এবং হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর নেতৃত্বে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসীন আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।