ঝিনাইদহে যাত্রীবাহী বাসে ১১ জন গরুব্যবসায়ীকে বেঁধে ডাকাতি : ১০ লাখ টাকা লুট

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যাত্রীবাহী বাসে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল ১১ জন গরুব্যবসায়ী বেঁধে রেখে ১০টি মোবাইলফোন ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে তাদেরকে ঝিনাইদহ হামদহ বাইপাস সড়কের আয়ুব মোড়ের পাশে পানির মধ্যে ফেলে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ৮টার দিকে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গতকাল শনিবার তারা কুষ্টিয়ার আলামপুরে গরু কেনার জন্য হাটে যায়। সেখান থেকে কয়েকটি গরু কিনে আগে পাঠিয়ে দেয়। সন্ধ্যার পর তারা খুলনাগামী একটি পরিবহনে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে যাত্রীবেশী ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে বেঁধে ফেলে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। এক পর্যায়ে তাদের কাছে থাকা ১০টি মোবাইলফোন ও প্রায় ১০ লাখ টাকা লুট করে নেয়। পরে ঝিনাইদহ হামদহ বাইপাস সড়কের আয়ুব মোড়ের পাশে হাত-পা বাঁধা অবস্থায় চলন্ত গাড়ি থেকে তাদের বিলের মধ্যে পানিতে ফেলে দিয়ে দ্রুত গাতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহত গরুব্যবসায়ীদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে এবং এলাকাবাসী কয়েকজনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়। আহত গরুব্যবসায়ীরা হলেন- রাশেদ বিশ্বাস, এনামুল হক, ইব্রাহিম মিয়া। তাদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে। অন্যদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।