জেএসসি প্রশ্নপত্রসহ জামালপুরে দুজন আটক

স্টাফ রিপোর্টার: দেশব্যাপি জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুর পরদিনই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলো শনিবার রাতে জামালপুরের একটি ফটোকপি দোকান থেকে গণিতের একটি প্রশ্নপত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে এক কিশোর পরীক্ষার্থীও রয়েছে। ৯ নভেম্বর রোববার জেএসসিতে গণিত পরীক্ষা হবে। পরীক্ষার আগের রাতেই গণিতের একটি প্রশ্নপত্রসহ দুজনকে আটকের খবর জানালেন জামালপুর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার। তিনি বলেন, রাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মধুপুর রোডে বঙ্গতাজ ফটোস্ট্যাট দোকানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। আটকদের মধ্যে একজন দোকান মালিক খায়রুল ইসলাম বকুল (৪৫) এবং আটক অন্য কিশোর জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাদের কাছে পাওয়া প্রশ্নপত্রটি আসল কি-না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সবাইকে বের করতে পুলিশ কাজ করছে বলে ওসি জানান।

হরতালের কারণে পিছিয়ে শুক্রবারই শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এতে অংশ নিচ্ছে প্রায় ২১ লাখ শিক্ষার্থী। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে বছরজুড়ে আলোচনার মধ্যে শেষে এসে জেএসসিতে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতে যাচ্ছে। এইচএসসিতে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা পেছাতে হয়; যদিও প্রশ্ন ফাঁসের ঘটনাগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়ে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।