চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলার শিকার যুবলীগকর্মীর শরীরে অস্ত্রোপচার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শয়নকক্ষে দুর্বৃত্তদের হামলায় আহত যুবলীগকর্মী স্বপনের পায়ে ও হাতে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল দুপুর ১২টা থেকে দীর্ঘ ৪ ঘণ্টা যাবৎ এ অস্ত্রোপচার চলে ঢাকা পঙ্গু হাসপাতালে। পায়ে ভেতরে দেয়া হয়েছে রড। ছয় মাস তাকে চিকিৎসাধীন থাকতে হবে। তারপরেও স্বপন সোজা হয়ে হাঁটতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা।
চুয়াডাঙ্গার পৌর কলেজপাড়ার জামাত আলীর ছেলে রুহুল আমীন স্বপন পার্শ্ববর্তী ইসলামপাড়ার আব্দুর রহমানের বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। স্বপন যবলীগকর্মী বলে জানিয়েছেন যুবলীগ নেতৃবৃন্দ। স্বপন গত শুক্রবার গভীর রাতে নিজকক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে ৭/৮ জন তার নাম ধরে ডাকতে থাকে। তিনি দরজা খুলে দিলে দুর্বৃত্তরা ঢুকে বিছানার ওপরেই এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় স্বপনকে। পরে দুর্বৃত্তরা দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। রাতেই স্বপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।