সাকিব খুবই স্পেশাল

স্টাফ রিপোর্টার: ব্যাট আর বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে জেতানো সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিকুর রহিম। দলের সেরা এ খেলোয়াড়কে খুবই ‘স্পেশাল’ বললেন বাংলাদেশ অধিনায়ক। গতকাল শুক্রবার খুলনা টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে ৩ টেস্টের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। এ জয়ে সবচেয়ে বড় ভূমিকা সাকিবের। তার অলরাউন্ড নৈপুণ্যেই পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় টেস্টে ১৬২ রানে জেতে বাংলাদেশ। ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, সাকিব একজন খুবই স্পেশাল খেলোয়াড়। প্রথম ইনিংসে ব্যাট হাতে সাকিব ছিলেন অনন্য। ১৮০ বলে ১৮টি চার ও ২টি ছয়ে ১৩৭ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে দু ইনিংসেই ছিলেন অসাধারণ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন ৮০ রানে। আর দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট নিয়ে ড্রর দিকে এগিয়ে চলা টেস্টে জয় এনে দেন বাংলাদেশকে। টেস্ট ক্রিকেটে এক ম্যাচে শতক আর ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইয়ান বোথাম ও পাকিস্তানের ইমরান খানের পাশে নিজের নাম লেখান সাকিব। টেস্ট ক্রিকেটে এই কৃতিত্ব এতদিন কেবল কিংবদন্তি এ দুই অলরাউন্ডারেরই ছিলো। সাকিবের প্রশংসা করতে গিয়ে মুশফিক বলেন, আমরা জানি, সাকিব ব্যাটে, বলে আর ফিল্ডিঙে স্পেশাল। তরুণ ক্রিকেটাররা তাকে দেখে অনুপ্রেরণা পায়।