প্রতিবন্ধী স্ত্রী শ্যামলীকে দলেচটকে নির্যাতন

দামুড়হুদার জয়রামপুরে ঘরজামাই পাষণ্ড স্বামীর লাভলুর কাণ্ড

 

স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধী স্ত্রী শ্যামলী খাতুনকে দলে-চটকে নির্যাতন চালিয়েছেন পাষণ্ড স্বামী লাভলু। এতে শ্যামলীর পেটসহ শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কিন্তু শ্যামলীকে রাজশাহী নেয়ার সামর্থ নেই তার দরিদ্র পিতা-মাতার। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মা করিমন নেছা মেয়ে শ্যামলীর দুরবস্থা দেখে শুধু চোখের পানি ঝরাচ্ছেন।

সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর শাহপাড়ার দরিদ্র শারীরিক প্রতিবন্ধী শামসুল আলমের দু সন্তানও শারীরিক প্রতিবন্ধী। ছেলে চয়ন (১৬) হুইল চেয়ারে বসেই লেখাপড়া করে। মেয়ে শ্যামলী খাতুন (২৬) সোজা হয়ে হাঁটতে পারেন না। বছর পাঁচেক আগে শ্যামলীর বিয়ে দেয়া হয় চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে লাভলুর সাথে। লাভলু জয়রামপুরে ঘরজামাই হিসেবেই থাকেন। গত বুধবার লাভলু পানি চায় শ্যামলীর কাছে। কিন্তু সেসময় শ্যামলী ঘর লেপনের কাজ করছিলেন। তাই তিনি স্বামীকে পানি নিয়ে খাওয়ার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্যামলীকে দলে চটকে নির্যাতন করেন লাভলু। তাকে ওই দিনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু টাকার অভাবে তাকে রাজশাহী নিয়ে যেতে পারছেন না তার দরিদ্র পিতা-মাতা। তারা অসহায় অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই অবস্থান করছেন। হাসপাতালের সার্জিক্যাল কনসালটেন্ট ডা. নুর উদ্দীন রুমি জানিয়েছেন শ্যামলীর অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী বা ঢাকায় নেয়া প্রয়োজন।