অভিযুক্ত শিক্ষকের মূল সার্টিফিকেট তলব

দামুড়হুদায় দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক বরখাস্ত

 

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক কক্ষপরিদর্শককে বরখাস্ত করেছেন কেন্দ্রসচিব। গতকাল শুক্রবার চলতি বছরের জেএসসি পরীক্ষা (বাংলা ১ম পত্র) চলাকালে দামুড়হুদা পাইলট হাইস্কুল কেন্দ্রের ২০২ নং কক্ষের কক্ষপরিদর্শক উপজেলার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির উদ্দিনকে অনির্দিষ্ট সময়ের জন্য সকল পরীক্ষার পরিদর্শক থেকে বরখাস্ত করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহার নির্দেশে কেন্দ্রসচিব দামুড়হুদা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ওই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করেন।

কেন্দ্রসচিব জানান, দামুড়হুদা পাইলট হাইস্কুল কেন্দ্রের ২০২ নাম্বার কক্ষে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ ও পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৪ জন পরীক্ষার্থী ছিলো। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষার নির্ধারিত সময়। কিন্তু পরীক্ষার নিধারিত সময়ের ৫ মিনিট আগেই অর্থাৎ বেলা ১২টা বাজার ৫ মিনিট বাকি থাকতে ঘণ্টা পড়ার আগেই কক্ষপরিদর্শক উপজেলার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির উদ্দিন তার নিজ ব্যবহৃত ঘড়ি দেখে ওই ২৪ জন পরীক্ষার্থীর খাতা জমা দিতে বাধ্য করেন। এ ঘটনার পরপরই ওই কক্ষের পরীক্ষার্থীরা কক্ষ থেকে বেরিয়ে পড়লে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকরা বিষয়টি জানতে পেরে ঘটনাটি আমাকে জানায়। অভিযোগের প্রেক্ষিতে আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেন্দ্রে আসেন এবং অভিযুক্ত ওই কক্ষপরিদর্শকের উপস্থিতিতেই অভিযোগকারী পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন। কক্ষপরিদর্শকের নিকট তিনি ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওই শিক্ষকের অসংলগ্ন কথাবার্তায় অভিযোগের সত্যতা বেরিয়ে আসে। তিনি অপূরণীয় ক্ষতির শিকার পরীক্ষার্থী ও অভিভাবকদের শান্ত করেন এবং ওই কক্ষপরিদর্শককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার জন্য কেন্দ্রসচিবকে নির্দেশ দেন। এ সময় উপস্থিত অভিযুক্ত ওই শিক্ষকের ভাই দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, তার ভাইয়ের মাথায় সমস্যা আছে এবং সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত দোসর মল্লিকের ছেলে অভিযুক্ত শিক্ষক বশির উদ্দিন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়ালেখা করেছেন এ কথা নিয়ে সন্দেহের দোলাচল শুরু হলে উপজেলা নির্বাহী অফিসার তার সার্টিফিকেট (মূল সনদপত্র) তলব করেন এবং সার্টিফিকেট নিয়ে তাকে আজ শনিবার সকাল ১০টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে হাজির হওয়ার জন্য জানান।