যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট নিয়ন্ত্রণে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে রিপাবলিকানরা। আর্কানসাস, কলোরাডো, লোওয়া, মন্টানা, উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ডাকোটা ও পশ্চিম ভার্জিনিয়ায় জয়লাভ করেছে তারা। লোয়াতে গতকাল বুধবার জয়লাভের মাধ্যমে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভে ন্যূনতম আসন সংখ্যা নিশ্চিত হয় রিপাবলিকানদের। এর মাধ্যমে চেম্বারের ১০০টি আসনের মধ্যে ৫১টি আসন লাভ করে তারা। ধারণা করা হচ্ছে, সিনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল চেম্বারে তাদের নেতৃত্ব দেবেন। ক্যান্টাকি থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। দেশটির সংসদের নিম্নকক্ষেও বিরোধী রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। উচ্চকক্ষের এ নির্বাচনের আগেই ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল পরাজিত হতে পারে ধারণা করা হচ্ছিলো। উচ্চকক্ষে রিপাবলিকানদের বিজয়ের ফলে দেশটির প্রেসিডেন্ট ও ডেমোক্রেট বারাক ওবামার অনেক সিদ্ধান্তই এখন থেকে সিনেটরদের বাধার মুখে পড়বে। এর আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫টি আসনের মধ্যে ২৩৩টি লাভ করে রিপাবলিকানরা। অপরদিকে ডেমোক্রেটদের ঝুলিতে গেছে ১৫৬টি আসন।

Leave a comment