বোলিঙে ক্রটি নেই : ফিরছেন আল-আমিন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বোলার আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশনে কোনো ক্রটি খুঁজে পায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে। তাই আল আমিন এখন আবারো ফিরতে পারবেন সব ধরনের ক্রিকেটে। আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় অভিযোগ ওঠেছিলো। বোলিং অ্যাকশনে ক্রটির অভিযোগ ওঠায় আন্তর্জাতিক ক্রিকেটে আল-আমিনের বোলিং নিয়ে আপত্তি করেছিল আইসিসি। এরপর থেকে তিনি ছুটিতে আছেন।

গত ২০ অক্টোবর আইসিসির নতুন অনুমোদিত পরীক্ষাগার ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন আল আমিন। তাদের দেয়া ফলাফল অনুযায়ী আল আমিনের কনুইয়ের বক্রতা ১৫ ডিগ্রির মধ্যেই পাওয়া গেছে। মূলত আইসিসির নিয়মানুযায়ী বোলিঙের সময় কনুই ১৫ ডিগ্রি মাত্রা অতিক্রম করলেই কোনো ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ আনা হয়ে থাকে।