দামুড়হুদায় বিটিভির সুবর্ণ জয়ন্তী উদযাপনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তৃণমূল পর্যায়ের শিশু, কিশোর ও তরুণ শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় অডিটোরিয়ামে দিনব্যাপি অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, বিটিভির জেলা প্রতিনিধি রাজন রাশেদ, আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নূরজাহান, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইসমাইল হোসেন, নাজির হামিদুল ইসলাম, ওস্তাদ আক্কাচ আলী প্রমুখ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিল্পকলা একাডেমীর শিক্ষক আসমত আলী বিশ্বাস, শিক্ষক কামরুল হাসান, মশিউর রহমান ও আজিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ ও আদর্শকে সমুন্নত রেখে আবহমান বাংলার চিরায়িত সাংস্কৃতির প্রচার, প্রসার ও সম্প্রচারের ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিভিশন নিরলসভাবে কাজ করে চলেছে। তারই অংশ হিসেবে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী ও বাংলাভাষায় টেলিভিশন সম্প্রচারের ৫০ বছর পূর্তি। যা বাংলা ভাষাপ্রেমী দেশ-বিদেশের সকল বাঙালির জন্য এ এক আনন্দের সংবাদ। দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে (সঙ্গীত, আবৃতি, অভিনয় ও নৃত্য) ২৫ টি ইভেন্টে প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।