জেলা ছাত্রলীগ আগামীতে হরতাল অবরোধের মতো কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে

জামাত-শিবিরের হরতাল নৈরাজ্য ও ছাত্রলী নেতা মাফির গ্রেফাতারের প্রতিবাদে বিক্ষোভে সমাবেশে বক্তারা

 

স্টাফ রিপোর্টার: জামাত-শিবিরের হরতাল নৈরাজ্য ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাফিজুর রহমান মাফিকে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলায় গ্রেফাতারের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ শহরের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজার থেকে জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদুর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুবক্রীড়া সম্পাদক অ্যাড. সফি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অ্যাড. ফিরোজ আহমেদ, জেলা যুবলীগের সদস্য মিলন, রাজ্জাক, জেলা ছাত্রলীগের সহসভাপতি শরিফ উদ্দিন, তারেক যুগ্ম সম্পাদক ফরিদ হোসেন আহমেদ, তরিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, সাধারণ সম্পাদক সজল, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, দামুড়হুদা থানা ছাত্রলীগের সভাপতি জামিরুল, সাধারণ সম্পাদক রিংকু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি ববি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তপু, জেলা ছাত্রলীগের শান্তি, শিহাব, বেজিও, সজল, মধু, রাজা, ডেভিড, খালেক, আজগর, পৌর ছাত্রলীগের হাসান, জাহাঙ্গীর, হাসিবুল, তাপু, মন্টা, রুবেল, তাওরাত, রাকিব, জনি, সামাদ, অনিক,বিপ্লব, জ্যাকি, কানন, ইমরান, ফয়সাল, রুস্তম, সাবেক ছাত্রলীগ নেতা বাবু, বিপ্লব, শিমু, বুলবুল, ভুলোন, হামিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে মাফির নিঃশর্ত মুক্তিসহ সকল ছাত্রলীগ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি অন্যায়ভাবে কোনো নেতার কথা মতো পুলিশ প্রশাসন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেফতার করে। তাহলে জেলা ছাত্রলীগ আগামী দিন শুধু বিক্ষোভ মিছিল ও সমাবেশের নয় অবরোধ হরতালের মতো কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। চুয়াডাঙ্গা জেলা অচল করে দেয়ার হুঁশিয়ারি করে দেয়া হয়। যার দায়দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করে বলেন, কারা শহরে ত্রাস সৃষ্টি করছে, কারা নিজেদের ভাগ-বাটোয়ারা নিয়ে শান্ত শহরকে অশান্ত করে তুলছে, কারা সাংবাদিকের ওপর হামলা চালাচ্ছে, ভাঙচুর করছে আপনারা ভালোই জানেন, শহরবাসী জানে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন। আমরা আপনাদের সহযোগিতা করবো। আর ছাত্রলীগের সকল নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে জামায়াত-শিবিরের সকল প্রকার হরতাল নৈরাজ্য চুয়াডাঙ্গায় হতে দেয়া হবে না। অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈদয় ফরিদ আহমেদ।