স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পূর্বতন এম-পি-এ/এম-সি-এ প্রাদেশিক পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউনুস আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বাদ আছর কোর্ট জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন দেশের দক্ষিণ-পশ্চিম রনাঙ্গন কমান্ডের উপপ্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইউনুস আলী ১৯২৪ সালের ২১ অক্টোবর দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ৫ নভেম্বর ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি জীবদ্দশায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও অন্যতম সদস্য ছিলেন। পরিবারের সদস্যরা মরহুমের স্মরণে কোর্ট জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।