আইসিসির ওয়ান ডে অধিনায়ক হলেন ধোনি

 

মাথাভাঙ্গা মনিটর: টানা সাত বছর আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলের অধিনায়কের নির্বাচিত হলে মহেন্দ্র সিং ধোনি। এ নজির বিশ্বের আর কোনোও ক্রিকেটারের নেই। গতকাল বুধবার ভারত অধিনায়ককে ২০১৪ ওয়ান ডের নেতা বেছে নেয় আইসিসি। আইসিসি-র ওয়ান ডে দলে ধোনি ছাড়াও রয়েছেন আর তিন ভারতীয়। বিরাট কোহলি, মহম্মদ শামি এবং দ্বাদশ ব্যক্তি হিসেবে জায়গা পেয়েছেন রোহিত শর্মা।

আইসিসির তরফে জানানো হয়, প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ান ডে দল বেছে নেয়া হয়। নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। গত এক বছরের (২৬ আগস্ট, ২০১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ২০১৪) পরিসংখ্যানের বিচারে দল নির্বাচন করা হয়েছে বলে জানান নির্বাচক কমিটির চেয়ারম্যান কুম্বলে। তিনি বলেন, আশা করি সেরা দল বাছাই হয়েছে। যেকোনও দিন যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে এ দল। আইসিসি-র ওয়ান ডে দল: মোহম্মদ হাফিজ (পাকিস্তান) কুইন্টন ডি’কর্ক (দ.আফ্রিকা) বিরাট কোহলি (ভারত) জর্জ বেইলি (অস্ট্রেলিয়া) এবিডি ভিলিয়ার্স (দ.আফ্রিকা) মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত) ডোয়েন ব্র্যাভো (ও.ইন্ডিজ) জেমস ফকনার (অস্ট্রেলিয়া) ডেল স্টেইন (দ.আফ্রিকা) মহম্মদ শামি (ভারত) অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা) রোহিত শর্মা (ভারত)