বাংলাদেশ থেকে আলু নিতে চায় ভারত

 

স্টাফ রিপোর্টার: রাশিয়ার পর এবার বাংলাদেশ থেকে আলু নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। আগামী আলুর মৌসুমে দেড় থেকে দু লাখ টন আলু নিতে চায় তারা। গত ২৮ অক্টোবর ভারতীয় দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি দিয়েছে। গতকাল সোমবার আলু রফতানি সংক্রান্ত এ চিঠি কৃষি মন্ত্রণালয়ে পৌঁছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় আলু রফতানি হচ্ছে। চলতি বছর প্রথমবারের মতো রাশিয়ায় টনপ্রতি প্রায় ২৮০ ডলারে এক লাখ ১৬ হাজার টন আলু রফতানি হয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক বলেন, কয়েক বছর ধরে বছরে প্রায় ৮৫ লাখ টন আলু উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ আলু উৎপাদনকারী শীর্ষ ১০ দেশের তালিকায় উঠেছে। আলু রফতানির নতুন নতুন বাজার তৈরি হলে কৃষকরা আলু চাষে লাভবান হবেন।