দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে সারব্যবসায়ী দেউলীর মোড়স্থ ইয়াছিন ট্রেডার্সের মালিক ইয়াছিনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমানণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, দামুড়হুদা ব্রিজপাড়ার সারব্যবসায়ী (জুড়ানপুর ইউনিয়নের সরকারি ডিলার) ইয়াছিন আলী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চাষিদের কাছ থেকে বেশি মূল্য নিচ্ছেন। চাষিদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওই সারব্যবসায়ীর কাছে তার নিজস্ব এক ব্যক্তিকে সার কিনতে পাঠান। সারব্যবসায়ী তার কাছ থেকে ডায়ামোনিয়াম ফসফেট (ড্যাপ) সার প্রতিকেজি ২৫ টাকার স্থলে ৩০ টাকা করে নেন। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার। তিনি তাৎক্ষণিকভাবে ওই অসাধু সারব্যবসায়ী ইয়াছিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯’র ৪০ ধারা মোতাবেক অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।