দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৩ জনের আবেদন : কে হচ্ছেন প্রধান শিক্ষক?

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৩ জনের আবেদনপত্র জমা পড়েছে। কে হচ্ছেন প্রধান শিক্ষক? তা নিয়ে চলছে নানামুখি গুঞ্জন। তবে বেশ জোরেসোরে শোনা যাচ্ছে ৩ জনের নাম। দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞাপনের প্রেক্ষিতে ১৩ জন প্রার্থী প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করেন। এলাকাবাসী অভিযোগ করে বলেছে, বিজ্ঞাপন ও ১৩ জনের আবেদনপত্র জমা লোক দেখানো ছাড়া কিছু নেই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহিদুল হক কাকে করবেন প্রধান শিক্ষক তা আগে থেকেই ঠিক করা রয়েছে। ভাগ্যবানের মধ্যে রয়েছে ৩ জন প্রার্থীর নাম তারা হলেন- কার্পাডাঙ্গা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খায়রুল বাসার ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম। এলাকাবাসীর দাবি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যোগ্য প্রার্থীকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হোক।