যুবলীগ নেতা নফরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ২
দর্শনা অফিস: দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ চলছে। যুবলীগ নেতা নফরসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গতপরশু রোববার রাত ৮টার দিকে দলীয় কোন্দলের জের ধরে দর্শনা হল্টস্টেশন এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববির ওপর হামলা করা হয়। এ হামলায় ববিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ববি বাদী হয়ে দর্শনা পৌরসভার সাবেক কমিশনার যুবলীগ নেতা দক্ষিণচাদপুরের জয়নাল আবেদীন নফরসহ ৮ জনকে আসামি করে ওই রাতেই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। গতকাল সোমবার পুলিশ গ্রেফতার করেছে- দক্ষিণচাঁদপুর হল্টস্টেশনপাড়ার রবিউল ইসলামের ছেলে স্বপন ও বিশু শাহর ছেলে ছমিরকে। দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেছেন, ববির ওপর হামলা মামলায় গ্রেফতারকৃতরা এজাহারভুক্ত আসামি। ছাত্রলীগ নেতা ববির ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকাল ১০টার দিকে দর্শনা কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দর্শনা পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চটকাতলায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ মল্লিক, কলেজ ছাত্রলীগের সহসভাপতি কামরুল হাসান লোমান, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা আলামিন, প্রভাত আলম, অপু, প্রকাশ, মাসুম, রণি, রবিউল, মোহাম্মদ, রিফাত, রকি, বাপ্পি প্রমুখ।
এদিকে ববির ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, সাংগঠনিক সম্পাদক সাজিদুল বিশ্বাস মিঠু, শাহীন ও করিম। অন্যদিকে ববির ওপর হামলার ঘটনা অস্বীকার করেছেন যুবলীগ নেতা জয়নাল আবেদীন নফর।