টিপন্নী

 

খবর: (তাড়িয়ে ধরে জনিকে নৃশংসভাবে কুপিয়ে জখম)

 

চলছে ভালাই চলছে

জেলার সবাই বলছে-

দুখের আগুন গনগনিয়ে

সারা জেলায় জ্বলছে

 

কারা কোথায় জুটছে

ছুরি হাতে ছুটছে-

ধরতে গেলেই খুব গোপনে

গা বাঁচিয়ে ফুটছে

 

শরীর মাথা ফাটছে

কারোর ভুঁড়ি কাটছে-

খুনি-টেরর ঘুরে ফিরে

পা পুলিশের চাটছে

 

আহাদ আলী মোল্লা

Leave a comment