চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে আবারও কোমরবাঁধ

 

স্টাফ রিপোর্টার: বর্ষা মরসুম শেষে হতে না হতে আবারও মাথাভাঙ্গা নদীতে কোমর বাঁধ দেয়া শুরু হয়েছে। প্রশাসনের নমনীয়তার কারণে প্রতি বছর মাথাভাঙ্গায় বাঁধ দিয়ে মাছ ধরার ফলে ভরাট হয়ে যাচ্ছে নদীটি। সম্প্রতি চুয়াডাঙ্গার বেশ কয়েকটি এলাকায় কোমর বাঁধ দেয়া হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, চুয়াডাঙ্গার ইসলামপাড়ার কোলঘেঁষে মাথাভাঙ্গায় বাঁধ দেয়া হয়েছে। ফলে নদীর স্রোত বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করে এলাকাবাসী।