জেলহত্যা দিবস : চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে দিনব্যাপি নানা কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার: যুদ্ধাপরাধের বিচারের সব রায় কার্যকর করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও রায় কার্যকর করা জাতির কাছে আমাদের অঙ্গীকার। একটার পর একটা রায় হবে। প্রত্যেকটা রায় আমরা কার্যকর করব, ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে তাদের আর ঠাঁই হবে না। জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় এ দৃঢ় ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এ জনসভায় সভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। গভীর শ্রদ্ধা-ভালবাসায় শহীদদের স্মরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ যথাযোগ্য মর্যাদায় গতকাল সোমবার জেলহত্যা দিবস পালিত হয়েছে। জাতি স্মরণ করেছে তার চার সূর্য সন্তানকে। দিবসটি পালনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার স্থপতিকে সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরেও পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ১৪ দলীয় জোট ও আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা-মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর একটি দিন জেলহত্যা দিবস। ৩ নভেম্বরের জেলহত্যা দিবস জাতির জন্য এক কলঙ্কময় অধ্যায়। বর্তমান স্বাধীনতার স্বপক্ষের সরকার এ কলঙ্ক মোচনে কাজ করে যাচ্ছে। কারাগরে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। কলঙ্কময় জেলহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় পতাকা উত্তোলন, আলোচনাসভা, শোভাযাত্রা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এতে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জাতীয় পতাকা এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় শহরে শোভাযাত্রা করে জেলা আওয়ামী লীগ। শোভাযাত্রা শেষে আলোচনাসভায় বক্তব্য রাখেন- হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুজ্জোহা, মোশারফ হোসেন, আসাবুল হক লন্টু, নুরুল ইসলাম, আফজালুল হক, যুবলীগ নেতা আরেফিন আলম রনজু, আব্দুর রশিদ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুবাইদ বিন আজাদ, আশিকুর রহমান, তানিম হাসান তারিক প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, গতকাল সোমবার আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে। সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুর ৩টায় শোকৱ্যালি, আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুহিদুল ইসলাম মহিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন। উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসানউল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক স্বপন, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক তমাল কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিন, মিজানুর রহমান মিজান, সাইফুর রহমান পিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের আব্দুল হালিম, বিল্লাল গনি, রুহুল আমীন, আব্দুল হান্নান প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ-মাহফিল, বিশেষ দোয়া অনুষ্ঠান ও আলোচনাসভার আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগ সভাপতি জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জীবননগর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান শরীফউদ্দীন, সহসভাপতি সেকেন্দার আলী, উপজেলা মহিলা লীগের সভানেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশেয়া সুলতানা লাকি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও কোষাধ্যক্ষ আলী আহাম্মদ। এ ছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দীন জালাল, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেছুর রহমান টজো, আনারুল হক, আতিয়ার রহমান ও সাবেক পৌর কাউন্সিলর বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. সালাম ইসা।
দর্শনা অফিস জানিয়েছে, ‘উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ক্ষয় নাই’ এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে জাতীয় চার নেতার জেলহত্যা দিবসে দর্শনায় আ.লীগের পৃথক পৃথক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিবসটি পালনে দর্শনা পৌর আওয়ামী লীগের আয়োজনে সকাল ১০টার দিকে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা। এর আগে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ, জাতীয়, দলীয় ও শোকপতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। স্মরণসভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। আলোচনা করেন- উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মোমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, বদরুল আলম ফিট্রু, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, বিল্লাল হোসেন, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, মামুন শাহ, রফিকুল ইসলাম, ফয়সাল, আবু সাঈদ, আরিফ মল্লিক, ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আশরাফুল, আলামিন, প্রভাত আলম, প্রকাশ প্রমুখ।
এদিকে জাতীয় ৪ নেতার জেলহত্যা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করেছে দর্শনা পৌর আওয়ামী লীগ। সকালে দর্শনা রেলবাজারের চেয়ারম্যান মার্কেটের ছাদে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয়, দলীয় ও শোকপতাকা উত্তোলন করেছে দলের নেতাকর্মীরা। বিকেলে শোকৱ্যালি শেষে দর্শনা ফুলতলা চত্বরে গণজমায়েত ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য দেন- দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, ওয়ার্কসপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, ইলিয়াস হোসেন, মোমিনুল ইসলাম, আব্দুর গফুর, মুন্সি সিরাজুল ইসলাম, মোজাহারুল ইসলাম, হুমায়ন, সিরাজ মিয়া, আতিয়ার রহমান হাবু, আব্দুর রফিক, হাজি আকমত আলী প্রমুখ।।
মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে জেলহত্যা দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আসকার আলীর সভাপতিত্বে আলোচনায়সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, তথ্য ও গবেষণা সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্প্রাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. কাজি শহিদুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক কুদরত-ই-খোদা রুবেল প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বড়বাজার গড় মসজিদের পেশইমাম আব্দুল হান্নান।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রেজা সেন্টুর নেতৃত্বে ছাত্রলীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু। আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ পারভেজসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। অনতিবিলম্বে জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার দাবি করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান, সাবেক মহিলা সংসদ সদস্য নূরজাহান বেগম আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ারদার, তৈয়ব আলী জোয়ারদার, আবদুস সামাদ, আসাদুজ্জামান, আবদুল মালেক, বাবুল আজাদ প্রমুখ। পরে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলনের পাশাপাশি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।